মুস্তাফিজ সাকিব মুখোমুখি !
এবারের আইপিএলে প্রথম দেখায় মুস্তাফিজের বল খেলতে হয়নি সাকিবকে। ২য় দেখায় গত পরশু কলকাতার ইডেনে মুস্তাফিজ ১৭তম ওভারের চতুর্থ বলে জেসন হোল্ডারকে ফেরানোর পর আসেন সাকিব। প্রথম বলটি শর্ট ফাইন লেগে পাঠিয়ে নেন ২ রান। পরের বলে রান পাননি আর। ১৯তম ওভারে আবারও মুখোমুখি দুই বাংলাদেশি তারকা। প্রথম দুটি বল ব্যাটেই লাগাতে পারেননি সাকিব। তবে তৃতীয় বলে নেন ১ রান। সব মিলিয়ে মুস্তাফিজের ৫ বল খেলে সাকিব নিয়েছেন ৩ রান। আর ৪ ওভারে ৩২ রানে মুস্তাফিজ নেন ১ উইকেট। ম্যাচ সেরা ইউসুফ পাঠানের অপরাজিত ৫২, মনিশ পাণ্ডের ৪৮, রবিন উথাপ্পার ২৫ আর সাকিব আল হাসানের ১০ বলে ৭-এ ৬ উইকেটে ১৭১ করেছিল কলকাতা। জবাবে শিখর ধাওয়ান ৩০ বলে ৫১ করলেও অন্যদের ব্যর্থতায় ৮ উইকেটে ১৪৯-এ থামে হায়দরাবাদের ইনিংস। সুনীল নারিন ৩, কুলদীপ যাদব ২ আর সাকিব ৩৪ রানে নেন ১ উইকেট। দিল্লিতে আগামীকালের এলিমিনেটরে আবারও মুখোমুখি কলকাতা-হায়দরাবাদ পাশা পাশি সাকিব বনাম মুস্তাফিজ। এবার নিশ্চয়ই সাকিবদের হাসি কেড়ে নিতে মুখিয়ে থাকবেন মুস্তাফিজ।
আমরা ও মুখিয়ে আছি দুই বাংলাদেশী লিজেন্ড এর এই লড়াই আবার দেখতে।
Post a Comment