2nd Day Continue (দ্বিতীয় দিন)
imperative
অনুজ্ঞাসূচক বা Imperative Mood
ইংরেজি শেখার কোর্সে ২য় দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা
সকলেই ভাল আছেন এবং ইংরেজি চর্চা কর শুরু করে দিয়েছেন। আজকে আমরা শিখব অনুজ্ঞাসূচক বা Imperative Mood সম্পর্কে। যা আমাদের বাস্তব অনেক প্রয়োগ করতে হয়।
সামনে দেখো ।- Look ahead(লুক অ্যাহেড) ।
এগিয়ে যাও ।- Go ahead(গো অ্যাহে) ।
আস্তে গাড়ি । - Drive slowly ( ড্রাইভ স্লোলি)। ওর নাম জিজ্ঞাসা কর ।- Ask his name( আস্ক হিস নেম)।
নিজের কাজ কর ।-Mind your business(মাইন্ড ইয়োর বিজনেস) ।
ফিরে এসো । Come back ( কাম ব্যাক) ।
শুনন তো । - Just listen (জাস্ট লিসন) ।
আমায় দেখতে দাও ।- Let me see .
আমায় কাজ করতে দাও ।- Let me work.
আমায় যেতে দাও। - Let me go.
তৈরি হও। - Be ready.
ওর দেখাশোনা করো ।- Take care of him/her .
এক পাশে দাড়াও ।- Move aside .
ভেবে চিন্তে বলো ।- Think before you speak .
নিশ্চয়ই আসবে । - Do come .
এগোও ।- Move ahead .
ওর খবর নাও । - Inform about her /him .
পরিহাস করো না। -Don’t cut jokes .
বোকার মতো কথা বলো না ।- Don’t talk nonsense .
কিছু ভাববেন না ।- Never mind .
চিন্তা করো না ।- Don’t worry .
কখনো ভুলো না । - Don’t forget .
ওকে খেপিও না । - Don’t tease him.
আর একবার চেষ্টা কর ।- Please try again .
থাকগে ।- Leave it .
একটু অপেক্ষা করুন ।- Please wait .
এখানে আসুন ।- Please come here .
ওকে জাগিয়ে দিন ।- Please wake him up .
আসুন আসুন । - Please come in .
বসুন বসুন । - Please be seated .
Post a Comment