1ST DAY (প্রথম দিন)
ALPHABET(বর্ণমালা)
ইংরেজি শেখার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ALPHABET(বর্ণমালা) সম্পর্কে। আমরা জানি যে ইংরেজি বর্ণমালা মোট ২৬ টি। বর্ণমালা সাধারনত দুই প্রকার।যথা,
১.Capital letter(বড় হাতের অক্ষর),
২.Small letter (ছোট হাতের অক্ষর)
1.
Capital
letter (বড় হাতের অক্ষর) যেমন – A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
2.Small letter(ছোট হাতের অক্ষর)
যেমন – a b c d e f g h I j k l m n o p q r s t u v w x y z
সাধারণত Capital
latter বা বড় হাতের অক্ষর গুলো প্রয়োগ নিম্নলিখিত ক্ষেএে হয়ে
থাকে।যেমন আল্লাহ, পবিএ ধমীয় পুস্তকের নাম,বিখ্যাত কোনো কিছুর নাম ইত্যাদি লিখতে
প্রথমে বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়ে থাকে। যেমন -Allah, His, Heavenly, Father, The Virgin, The Geeta etc.
তাছাড়া বাক্যের প্রথম অক্ষরও capital letter বা বড় হাতের অক্ষর হয়। যেমন- I am a good boy.
কবিতার প্রত্যেক পংত্তির প্রথম অক্ষর capital letter ব্যবহার করা হয়।যেমন -
All works and no play.
Makes jack a kull
boy.
সমস্ত ব্যত্তিবাচক নাম এগুলো দ্বারা তৈ্রি বিশেষণ ,পদের নাম
উপাধি প্রভৃতিতে capital letter ব্যবহার করা হয় । যেমন –Bangladesh
, Iran, India etc. আর লেখের প্রথম অক্ষর ছাড়া অন্য সকল জায়গাতেই small
latter ব্যবহার করা হয়।
আজ এ পর্যন্তই ভাল থাকবেন। পরবর্তী দিনে আমরা শিখব শিষ্টাচার বা Etiquette সম্পর্কে।
Post a Comment